আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সানজিদা আক্তার (০৫) নামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিদুওয়ান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ জুলাই) দুপুরে এসআই মোঃ নওফেল আলমের নেতৃত্বে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত রিদুওয়ান উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের পূর্ব পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মামা মোঃ ইমরান বলেন, গত ২১জুলাই বৃহস্পতিবার দুপুর আরাইটার দিকে আমার ভাগিনী বাড়ির সামনে খেলা করেতেছিলো। এসময় ঘরের সবাই ঘুম যাওয়ার সুযোগে অভিযুক্ত আমার ভাগিনিকে কোলে করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আমার ভাগিনী বিষয়টি পরিবারের কাছে জানায়। এলাকার সামাজিক ভাবে বিষয়টি সমাধান করতে চাইলেও অভিযুক্ত নিজেদের ক্ষমতা বলে সামাজিক বিচার মানতে অস্বীকৃতি জানালে আমরা বিষয়টি থানায় অভিহিত করি।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ধর্ষেণের চেষ্টায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরূদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
সি-তাজ২৪.কম.এস.টি