বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
এ শোক দিবস উপলক্ষে ১৪ আগষ্ট প্রেসক্লাব প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন- বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রাজ্জাক, বোয়ালখালী প্রেসক্লাবের সিনয়র সহ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সিপ্লাস টিভির আরব আমিরাত প্রতিনিধি সঞ্জিত কুমার শীল,বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক এস এম নাইম উদ্দিন, সদস্য সাইফুদ্দিন খালেদ, মোঃ শাহ আলম, মোঃ খোরশেদ, জাহেদ হাসান, প্রবাসী ব্যবসায়ী অপু দাশ, নেপাল দাশ, এস এম এয়াকুব, মেডিকেল টেকনোলজিষ্ট এস এম জিহাদ বাবলু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শেখ পরিবারের শহীদদের যারা খুন করেছে তাদের পুর্ণাঙ্গ বিচার কার্য শেষ করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার সচেষ্ট রয়েছে, আশা করি অচিরেই এ পূর্ণাঙ্গ বিচার সম্পাদন করা হবে।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম।
সি-তাজ২৪.কম/এস.টি