চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে এক আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ গত ১৫ আগষ্ট সন্ধ্যা বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগনেতা,সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশীষ সেন, শিক্ষক রিংকু ভট্টাচার্য,কবি সজল দাশ,আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, মিনা চৌধুরী,শবনম ফেরদৌসী,মৈত্রী পালিত,ছাত্রনেতা এম.মনজুর আলম,নিলয় দে,সবুজ চৌধুরী রকি, প্রমুখ। সভায় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু বাঙালীর জীবনের এক পরম পাওয়া সৌভাগ্যের ধন।বঙ্গবন্ধু জন্মেছিল ছিল আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা মুলত এদেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর শারীরিক মৃত্যু হলেও আদর্শের মুজিব চিরঞ্জীব। বক্তারা বলেন বঙ্গবন্ধুর দেশপ্রেম ও মহানুভবতা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বক্তারা মুজিব কোটকে রাষ্ট্রীয় সম্মাননা কোট হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান।। মুজিব কোট পরার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি নেয়ার বিধান চালু করার দাবি জানান। সভার শুরুতে বঙ্গবন্ধু,১৫ আগষ্টে বঙ্গবন্ধুর শহীদ পরিবার বর্গ ও বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ স্মরণে শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন করা হয়
সি-তাজ২৪.কম/এস.টি