শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল-অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত সমাবেশ করা দরকার। পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ বিদ্যালয় মিলিনায়তনে ২৮ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক মাস্টার আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সফিকুল আলম। সহকারী শিক্ষক মাস্টার সাইফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরন্নবী। এ সময় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মো. সোহেল তাজ, দাতা সদস্য মাস্টার মুহাম্মদ ইসাহাক, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ। উপস্থিত বক্তাদের সকলে তাঁদের বক্তব্যে মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন শিক্ষককে সর্বক্ষেত্রে শিক্ষকসুলভ হতে হবে।
অভিভাবকরা তাঁদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেন একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। যদি শিক্ষকরা তাদের সঠিক শিক্ষা প্রদান না করে তাহলে তা হবে এক ধরণের অপরাধ। শিক্ষার্থীদের মোবাইল ও মাদক উভয় থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি বাঙালি সংস্কৃতির প্রতি শিক্ষার্থীকে গুরুত্ব প্রদান করা প্রয়োজন। স্কুল যেন শিক্ষার্থীদের নিকট বোঝা না হয়। স্কুল হতে হবে শিক্ষার্থীদের কাছে আনন্দময়। বিশেষ অতিথির বক্তব্যে সোহেল তাজ বলেন, অভিভাবকের দায়িত্ব হচ্ছে সন্তানদের মাঝে আত্মসম্মানবোধ জাগ্রত করা। কারণ আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ কখনও কোন অন্যায় করে না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উদ্বৃতি দিয়ে বলেন, মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা জন্ম হতে মৃত্যু পর্যন্ত শুনতে হয় মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু অন্য প্রাণীকে সে প্রাণী হওয়ার কথা বলা হয় না।
তিনি আরও বলেন, আমাদের সন্তানরা যেন একা একা বেড়ে না উঠে। তারা যেন মানুষের সংস্পর্শ পেয়ে বেড়ে উঠে। তাহলেই তার বিবেক জাগ্রত হবে এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রহিম, শিক্ষক লাকী চক্রবর্তী, তরুণ চোধুরী, নুরুল আলম, সুকান্ত বিশ্বাস, চুমকি চক্রবর্তী, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, ইকবালুর রহমান, আব্দুর রহমান, নিজামুল আলম প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি