চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:)-এর কার্যক্রম ৮ অক্টোবর, শনিবার শুরু হয়ে আগামী ২৬ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক কমিটি ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। সীরত মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে সীরত মাহফিল মতওয়াল্লী কমিটি কাল (৩০ সেপ্টেম্বর, শুক্রবার) বাদে আছর সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের বরাবরে বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে দেশের বিভিন্ন জায়গার সরকারি ও কওমি ধারার আলেমরা নির্দিষ্ট বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন। ১৯৭২ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।
সি-তাজ২৪.কম/এস.টি