শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ২য় দিনের অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২২খ্রি. রবিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ ফয়সার, ক্বারী মাওলানা মোহাম্মদ কাসেম। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবু হেলাল, হাফেজ মাওলানা মুহাম্মদ রুকন উদ্দীন, আবু ওবাইদা মুহাম্মদ সাদ, মাওলানা আবরার হোছাইন আসহাবি। ছদরে মাহফিল ছিলেন আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান। বাদ আছরের অধিবেশনে “সূরা ফাতেহার ফজিলত, তাফসীর ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া হাজী শরিয়তউল্লাহ জামে মসিজিদের খতিব মাওলানা সাজেদুল কাদের। বাদ মাগরিবের অধিবেশনে “নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নাত সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চুনতী মসজিদে বায়তুল্লাহ খতিব মাওলানা সালাহ উদ্দিন হাবিবী। বাদ এশার অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করেন পটিয়া আল জামেয়া ইসলামিয়ার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা হাজী আখতার হোছাইন আনোয়ারী, “আল কুরআন ও আমাদের জীবন” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব। বক্তারা বলেন, নবী মোহাম্মদ (স.) জাতি-ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে সব মানুষের সঙ্গে সদাচরণ করে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতর স্বভাব-চরিত্রের অতুলনীয় আদর্শ স্থাপন করেছেন। তাঁর স্বভাব-চরিত্রের মধ্যে বিনয় ও নম্রতা ছিল সদা জাগ্রত। সর্বোত্তম আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে তাঁকে বিশ্বমানবতার কল্যাণের জন্য আল্লাহ কর্তৃক পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) নিজেই বলেছেন, ‘আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।’
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক,আলহাজ্ব অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, সাংবাদিক সোহেল তাজ, মুহাম্মদ জাহেদুল ইসলাম,প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি