১১ অক্টোবর ২০২২খ্রি. মঙ্গলবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ৪র্থ দিনের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ। কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মাহী, হাফেজ মাওলানা ক্বারী আবু বকর, হাফেজ মাওলানা ক্বারী আরিফ আলী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন রায়হানুল হক শাকিল, আমিমুল এহসান রাফি, মুহাম্মদ জিয়াউর রহমান, খলিল উল্লাহ সোহাগ। বাদ আছরের অধিবেশনে “জান্নাত ও জাহান্নামের বিবরণ” বিষয়ে আলোচনা করেন মাওলানা আহমদ বিন সালাম। বাদ মাগরিবের অধিবেশনে “দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন। বাদ এশার অধিবেশনে “কিয়ামতের দিন আরশে আযীমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত ব্যক্তিগণের গুণাবলী বর্ণনা” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, “দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরাম (র.) এর অনুসৃত পথ ও আজকের মুসলিম বিশ্ব” বিষয়ে আলোচনা করেন কক্সবাজার তাফহীমুল কুরআন আলিম মাদরাসার প্রভাষক (আরবি) মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন।বক্তারা বলেন, দ্বীনী ইলমের চর্চা ও বিকাশের মাধ্যমেই সমাজে ঈমান-আমল, আল্লাহ ভীতি ও আখিরাত-মুখিতা সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া যেমন আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতের কামিয়াবী অর্জন করা যায় না তেমনি দুনিয়ার জীবনও দুর্নীতি, অনাচার, জুলুম ও শোষণ থেকে মুক্ত করা যায় না। ইসলামে দ্বীনী শিক্ষার যেমন গুরুত্ব রয়েছে তেমনি জাগতিক শিক্ষারও গুরুত্ব রয়েছে। পার্থিব প্রয়োজন পূরণ ও সামাজিক ব্যবস্থাপনা ও ভারসাম্য ঠিক রাখার জন্য জাগতিক শিক্ষা অতীব জরুরি। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা হেলাল উদ্দিন, আলহাজ্ব অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post