প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধান, নষ্ট ও সবজি চাষে নেমে এসেছে স্থবিরতা। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।পৌরসভাস্হ পশ্চিম গোমদন্ডী, ৪নং ওর্য়াড কিছু অংশ প্লাবিত হওয়ায় মৌসুমী চাষীরা পড়েছেন চরম বিপাকে। ৩নং পৌর সভার কৃষকর মোহাম্মদ মছা অভিযোগ করে বলেন আমার প্রায় এক কানির মত ফসল ক্ষতি হয়েছে। ১২থেকে ১৪হাজার টাকা চাষে খরচ করে ছিলাম। কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে কেউ এসে দেখেনি।মোহাম্মদ মুছার মত অনেকের ক্ষতি হয়েছে।ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলায় রোপা আমনের।ধানগুলো মাটিতে নুয়ে পড়ছে। ফলে কৃষি ধান পানিতে পঁচে যাচ্ছে।সামান্য আধাপাকা পাকা দেখলেই কেট়েফেলতে হচ্ছে। এ ভাবে ফসলি জমি ক্ষতি হবে ভাবতেও পারিনি।হানিফ উদ্দীন নামের আরেক কৃষক জানান, আমিও টাকা ধাার করে চাষে নেমেছি।এবার ধান পাবনা।আমরা যদি সহযোগিতা পায় তাহলে উপকৃত হব।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post