G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শুলকবহরে টেন্ডার নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে মারধর

0

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর শুলকবহরে টেন্ডার নিয়ে দ্বন্দ্বে এস এম শফিউল আজম (৪৭) নামে এক ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। এসময় তিনি চোয়াল, গলা, বুক ও পিঠে আঘাত পান। হামলাকারীরা মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শফিউল আজম। গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মমতাজ টাওয়ার ভবনে নিজ অফিসের নিচতলায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় তিনি নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শফিউল আজম অভিযোগ করে বলেন, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় আমি আমার অফিস থেকে বের হচ্ছিলাম। এসময় সৈয়দ মোহাম্মদ সাজেদুল করিম সাজু, শওকত হোসেন, মো. জয়নাল আবেদীন কাজল ও অপর দুইজন ব্যক্তি আমাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের টেন্ডার সংক্রান্ত বিষয়ে কথা বলবেন বলে থামান। আলাপের একপর্যায়ে তারা আমার মুখে ঘুষি মারেন এবং পরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এরপর তারা আমাকে এলোপাথারি কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে আমার চোয়াল, গলা, বুক ও পিঠ জখম হয়। তারা আমার শার্ট ছিড়ে ফেলে ও আমাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে আমি উদ্বেগ ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ঘটনার ভিডিও ফুটেজও আমার কাছে সংরক্ষিত আছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানাই।
সি-তাজ২৪.কম/হামিদ

Leave A Reply

Your email address will not be published.