প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী পৌরসভার নং ওর্য়াডের পূর্বগোমদন্ডী যোগাশ্রমের স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের ৫৯ তম আবির্ভাব ও মহো উৎসব ২৭ও ২৮ ডিসেম্বর দুই দিন ব্যাপি আনন্দ উদ্দীপনা আশ্রম প্রাঙ্গনে উদযাপিক হয়েছে।
শ্রীমন্মহর্ষি হরিকৃপানন্দ স্বামী (মুনিবাবা) গুরুপরম্পরা জ্ঞান ভক্তি যোগদর্শনের জীবন বিগ্রহ প্রেম-শান্তি বিশ্বমানবতার প্রতীক এবং গীতাও বেদান্ত দর্শনের জয়বর্তা বিঘোষক আমাদের পরমপূজ্য পরমরাধ্য পরম মধ্যেয় স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের পূর্ণ্যসিক্ত ৫৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগীতা, হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্রবিতরণ, ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্ঠান,গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রম পূর্ব শিকারপুর, হাটাহাজারী শ্রীমৎ স্বরুপাদাস ভগবত কথা,সমবেত প্রার্থনা,মঙ্গলারতি,সাধুপ্রবচন ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত বক্তারা বলেন ধর্মের সঠিক দিক নির্দেশনায় মানুষকে আর্দশে আলোর পথ দেখায়। সাধণ-ভোজন ছাড়া মুক্তি মিলবেনা। তাই সৃষ্টি কর্তার ধ্যানে নিজেকে নিয়োজিত করে সদা নাম জপে মগ্ন থাকলেই মানুষ আর বিপদগামী হবেনা।