বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালি থানা শাখার উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার সভাপতি আবুল মনসুর চৌধুরী খোকন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আরিফের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল আলম, পারভেজ দোভাষ, মোহাম্মদ দস্তগীর, হোসেন আহমেদ রাসেল, জুনায়েদ, করিম, মহিউদ্দিন আহমেদ, রাজিব, মানিক মিয়া, সাদমান তানজিম দোভাষ, ঝিনুক, যুবরাজ, তৌফিক, অপু রাসেল, সাজু, জামাল, রনি, অনন্ত রিজভী, সাগর, চিশতী, হামিম, আকিব, আয়াজ, সাদমান, রিশাত, মাহিন, রবিন, ইফাজ, সোহাইম, মুহিত প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি