নবপ্রজন্মকে নজরুল চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমের প্রেরণা জোগাতে হবে
চট্টগ্রামে কবি নজরুল সেমিনারে বক্তরা
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনিয়মিত কাগজ কিরাত বাংলার আয়োজনে ” আমাদের শুদ্ধ সাহিত্য সাংস্কৃতিক চর্চায় নবপ্রজন্মের নজরুল ভাবনা ‘ শীর্ষক সেমিনার ২৯ মে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর মোমিন রোড়স্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। কিরাত বাংলার উপদেষ্টা, শিক্ষাবিদ মাস্টার আবুল হোসাইন এর সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা,প্রাবন্ধিক ফজল আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ একরাম হোসেন। সেমিনারের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও নবপ্রজন্মকে নজরুল চেতনায় উদ্বুদ্ধ করা বিষয়ে

গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশিষ্ট ইতিহাসবেত্তা ও কিরাত বাংলার সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীন শিক্ষাবিদ কবি গাজী সাইদুর রহমান, লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লেখক মোহাম্মদ শাহজাহান, প্রবীন সাংবাদিক আলহাজ সাইফুদ্দিন, লেখক হানিফ মান্নান, কবি সজল দাশ, নাজমুল হক শামীম, মোহাম্মদ সোহেল তাজ চৌধুরী, কবি দেলোয়ার হোসেন মানিক, মাওলানা আবদুল হালিম, প্রাবন্ধিক তওফীক এলাহী, একুশ মেলার সংগঠক শওকত আলী সেলিম, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ, আবদুর রহমান জোনাইদ,কবি শিক্ষাবিদ ইমরানুল ইসলাম, শিক্ষক চকিত প্রাচুর্য, কাজী মোহাম্মদ আরফাত রশিদাবাদি, চৌধুরী জসিমুল হক, সাফাত বিন সানাউল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সাংবাদিক বেলায়ত হোসেন, মোহাম্মদ বদরুদ্দোজা, তাওসিফুল আলম,হান্নান কুতুবী,তারিফ হোসেন
প্রমুখ।সেমিফাইনাল বক্তারা বলেছেন,নবপ্রজন্মকে নজরুল চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমের প্রেরণা জোগাতে হবে। কাজী নজরুল ইসলামের লেখায় অধিকার হারা মানুষ,গনতন্ত্র ও স্বাধীনতার লাভের প্রেরণা ও উৎসাহ খুজে পায়।
বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার প্রতীক। তাঁর সাহিত্যকর্ম বাঙালি জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছে। নজরুল চর্চায় মাধ্যমে নবপ্রজন্ম সুস্থধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে আমাদের প্রজন্ম সত্যিকার দেশপ্রেমিক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবে। সেমিনার শেষে সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়
সি-তাজ২৪.কম/এ.টি