G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা

0

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:আজ ২২জুলাই উপেজলা সদর ও মুন্সির হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

এ সময় তিনি বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকার মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে মোহাম্মদ আজিম (৫০) কে ৩০ হাজার টাকা, মুন্সির হাট এলাকার আবছার উদ্দিন (৩৫) কে ২৫ হাজার টাকা, উপজেলা সদরের তুলাতল এলাকার মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলম (৫৫) কে ৮হাজার টাকা, নজরুল ইসলাম (৩৫) কে ১০হাজার টাকা এবং মোহাম্মদ ইকবাল (৪০) কে ১০হাজার টাকা সহ মোট ৫টি মামলায় সর্বমোট ৭৪ হাজার- টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করার পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী ০৭দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া জনসাধারণকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে মেয়াদ দেখে ক্রয় করার জন্য অনুরোধ করা হলো।

তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.