G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে-‘‘৮২ জন জিপিএ-৫”

0

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ খ্রি. অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা ৯৫.৫৭% পাশের সাফল্য অর্জন করেছে। ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ৮২ জন, ‘এ’ ১৪৭ জন, ‘এ-’ মাইনাস ৫৮জন, বি গ্রেড- ১৩ জন ও সি গ্রেড-২জন। উল্লেখ্য, ১৯৮২ সালে অলিয়ে কামিল হাদিয়ে জামান শাহ সূফী হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহ.) এর হাতে প্রতিষ্ঠার পর হতে বায়তুশ শরফ দেশ-জাতির উন্নয়নে ও মাযহাব-মিল্লাত প্রসারে ব্যাপক অবদান রেখে আসছে। দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ’র ব্যবস্থাপনায় পরিচালিত মাদরাসাটি একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও স্বর্ণ পদক অর্জন করেছে। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম এক বার্তায় বলেন, কৃতিত্বপূর্ণ ও গৌরবময় ফলাফলের জন্য রাহবারে বায়তুশ শরফ, গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.) ও মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ গভর্ণিং বডির সকলেই মহান আল্লাহর পাকের দরবারে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.