গত ২৯ জুলাই ২০২৩ইং শনিবার বাদে আছর পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশ্শান মাহফিল দারুল কোরআন শাহ বখ্শী হামিদ (রহ.) কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হযরতুল আল্লামা হাফেজ কারী শাহসুফী আবদুল মজিদ (মা.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমপ্লেক্স এর অর্থ সম্পাদক মোহাম্মদ শহীদ এর পরিচালনায় আলোচনা করেন বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীরে তরিকত রাহনমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ্ব আহমদ নজির, বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মৌলানা আলী আহম্মদ, বাঁশখালী দারুল ইপ্তা দাখিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মওলানা আকতার ফারুকী, সাতকানিয়া শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মওলানা শামসুল হক, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মৌলানা আজিজুল ইসলাম। মিলাদ কিয়াম সমাপনী মুনাজাত ও তাবারুক বিতরণ এর মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।
সি-তাজ২৪.কম/এস.টি