অত্যন্ত সুন্দর, সুশৃংখল ও আড়ম্বরপূর্ণ পরিবেশে সহকারি প্রধান শিক্ষক ও পরিচালক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হলো সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুতুবদিয়া দরবারের জৈষ্ঠ্য শাহজাদা, দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুনিরুল মান্নান আল মাদানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট, গবেষক ও রাজনৈতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু চন্দন কান্তি দত্ত, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এম আকবর আলী আকাশ, হাজী ইয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর ফারুক,
বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি সাজিদ ইকবাল, কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের সেক্রেটারি কাজী সরোয়ার মঞ্জু, কে বি গ্রামার স্কুলের অধ্যক্ষ জাকারিয়া সিরাজ, মুক্তিযোদ্ধা মঞ্চ চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার সালমান এইস বিত্ত, শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার, সেন্ট মার্টিন এলিমেন্টারি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রুবাইদা জান্নাত,
সহকারী শিক্ষক মিনহাজ, সাংবাদিক সোহেল তাজ, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান, জানে জাহান, বিদ্যালয়ে শিক্ষিকা তানজিনা সেগুপ্তা, মালা মজুমদার প্রমুখ। বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোর্শেদ নেওয়াজ, নিগার সুলতানা, নাহিদ সুলতানা পপি, শামীমা নাসরিন, তাজরিন সেগুপ্তা প্রমুখ।