G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

NUSDF ও Career Club – Govt. City College, Chattogram এর মধ্যে MoU স্বাক্ষরিত

0

২৩ ফেব্রুয়ারি ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে’ চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি (সিভাসু)’ তে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হল NUSDF Bangladesh আয়োজিত” NU Skill Development Summit – 2024 : Chattogram Division”।

উক্ত সামিটে ক্যারিয়ার ক্লাব- সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম Club Partner হিসেবে যুক্ত ছিল। এই সামিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যক্রমগুলোকে আরো বেশি কার্যকর করতে “ক্যারিয়ার ক্লাব – সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম” এবং “NUSDF Bangladesh” এর মধ্যে Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়।

ক্যারিয়ার ক্লাব – সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত ডেপুটি চীফ অফ অপারেশন্স মিশন সাহা, চীফ অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তৌহিদ আহমেদ সিদ্দিকী এর উপস্থিতিতে ক্লাবের ভারপ্রাপ্ত চীফ অফ অপারেশন্স পুষ্পিতা চৌধুরী এবং NUSDF Bangladesh এর সভাপতি রিয়াজ খান এই MoU স্বাক্ষর করেন। দুই সংগঠনের যৌথভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যক্রমগুলোকে আরো বেশি কার্যকর ও সুদূরপ্রসারী হবে বলে আশাবাদী উভয় সংগঠনের সদস্যরাও। উল্লেখ্য যে, ক্যারিয়ার ক্লাব – সরকারি সিটি কলেজ, চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মধ্যে প্রতিষ্ঠিত প্রথম এবং একমাত্র ক্যারিয়ার ক্লাব।

উক্ত সামিটে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা সুলতানা নিশি (Co-Founder, Pkaard), মঞ্জুরুল হক (প্রতিষ্ঠাতা,  বারকোড রেস্টুরেন্ট), প্রতীক ভট্টাচার্য্য (হেড এইচ. আর এন্ড এডমিন, দ্যা পেনিনসুলা চট্টগ্রাম), মোহাম্মদ আলমগীর (সিইও, ডেল্টা ইমিগ্রেশন) এবং কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন তানভীর শাহরিয়ার রিমন (সিইও, Rancon গ্রুপ), ইমরানুল হক (ডিজিএম – এইচ. আর. এডমিন, এভারকেয়ার হসপিটাল), মো: হাসনাইন আরাফাত (হেড অফ লার্নিং ডেভেলপমেন্ট, BSRM Group), আরিফ আহমেদ (এজিএম – কমপ্লায়েন্স, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড), ওয়াহেদ মুরাদ (নির্বাহী পরিচালক, BSSDC) । সামিটে উপস্থিত অতিথিগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন সেশন পরিচালনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সি-তাজ২৪.কম/এইচ এইচ

Leave A Reply

Your email address will not be published.