শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত বান্দরবান আলীকদম উপজেলাধীন শাহ্ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স হেফজখানা ও এতিমখানায় ২৯ এপ্রিল সোমবার বাদে যোহর ৭ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্ট এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা হযরত মাওলানা মহিউদ্দিন মজিদি গারাংগিয়া। বার্ষিক সভায় আলোচনা করেন মাওলানা মামুনুর রশিদ নূরী, মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, মাওলানা আবুল কালাম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা শাহ আলম, মাওলানা জাহাঙ্গীর আলম।
প্রধান মেহমান বক্তব্যে বলেন, আজ সমাজে আল্লাহর নাফরমানি, ব্যভিচার, পরকীয়া, অন্যায়-অত্যাচার যত বাড়বে, ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের আজাব-গজব নাজিল হবে। তিনি আরও বলেন আজ আমাদের সমাজে করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বন্যা-প্লাবন, অগ্নি ধ্বংসলীলা, ভূমিকম্প, ভূমিধস, দ্রব্যমূল্যে মহামারী এগুলো আমাদেরই কৃতকর্মের ফল।
আল্লাহ আমাদেরকে বারবার এমন আজাব দিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। এরপরও যদি আমরা দ্বীনের পথে ফিরে না আসি। কুরআনভিত্তিক সমাজব্যবস্থা না করি, তবে এর চেয়েও ভয়ংকর আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। মাহফিলে হেফজ সম্পন্ন কারীদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়, প্রধান মেহমানের সমাপনী মোনাজাত মিলাদ কিয়ামের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তালেব, মো. আসেক আহমদ, মো. মোজ্জামেল, মো. জাফর আলম, মনোওয়ার হোসেন প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি