G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম চকবাজার সিস্টেম ইমপেরিয়ালে মোবাইল ল্যাব এর ৩য় শাখা উদ্বোধন

0

আজ (৪ নভেম্বর ২০২৪) সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের ইম্পেরিয়াল সিস্টেম কমপ্লেক্স ২য় তলা ১৬/১৭নং দোকান মোবাইল ল্যাব ব্রাঞ্চ ৩ শুভ উদ্বোধন করেন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফৌজুল আজীম।

এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল কবির, ল্যাব ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী,আলহাজ্ব আবুল মনছুর চৌধুরী কোখন,

লায়েক আলি তালুকদার, মাকসুদুল আলম, আলহাজ্ব আবুল কাসেম চৌধুরী, লিটু শীল, জাকরিয়া আলম, হোসাইন, রবিন মজুমদার, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ কামাল,

মোহাম্মদ রিজবি, মোহাম্মদ চিশতী, সোহেল, সোহাইম, তাইচম, মোহাম্মদ ইফাজ, মোহাম্মদ রাখিব, জাহেদ, আলমগির প্রমূখ।

শপ ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন কাস্টমারদের জন্যা রয়ছে আজ থেকে ২০% ডিসকাউন্ট সুযোগ, চলবে মাস ব্যপী এবং মানসম্মত সার্ভিস প্রদান করাই আমাদের প্রধান দায়িত্ব।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.