আশেকে রসূল (সা.) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স:) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১১তম দিবস ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা মকসুদ আহমদ এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান ডা. মাওলানা হুমায়ুন কবির খান,
আর টিভির উসলামিক আলোচক মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী, কক্সবাজার বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা আবরার হোছাইনী আসহাবী, চট্টগ্রাম কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শফি উদ্দিন মিনহাজ। বক্তারা বলেন ইসলামের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। তবে বিজ্ঞান পরিবর্তনশীল, ইসলাম চিরন্তন ও অপরিবর্তনীয়।
বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের কারণে সঠিক ব্যবহার ও এর সুফল আড়ালে পড়ে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহারে অনেকের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রযুক্তির এই নেয়ামতগুলো আজ আযাবে পরিণত হচ্ছে। এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্বই এখন একটি গ্রামে পরিণত হয়েছে। মুহূর্তে এক দেশের খবর চলে যায় অন্য দেশে। হাজার হাজার মাইল দূরে অবস্থানরত মানুষের সাথে কথা বলা যায় অনায়াসে।
পৃথিবীর এই তাবৎ আবিষ্কার, প্রযুক্তির এই সব উন্নয়ন যদি কল্যাণের কাজে ব্যবহৃত হয় তবে তা মহান আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত হিসেবে গণ্য হবে। আর এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ বলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে (মনে রেখ) নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর’ ধর্ম প্রচার মহান আল্লাহ কর্তৃক প্রেরিত নবীদের একমাত্র মিশন। তাই বর্তমানে ইসলাম প্রচারে গণমাধ্যম ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরো বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন। কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ হেফাজুল ইসলাম, মুহাম্মদ আহসান হাবীব।
না’আতে রসূল (সা.) পরিবেশন করেন আবদুল্লাহ আল হাতিন মুহম্মদ আবির, মুহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ এমাদ উদ্দিন সাদ। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, কাজী আলহাজ্ব মাওলানা নাসীর উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক। আরও উপস্থিত ছিলেন মাওলানা কুদ্দুস, হাফেজ মাওলানা মুহাম্মদ খুবাইব, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি