G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

২১ অক্টোবর দরবারে আলীয়া গারাংগিয়ার ত্বরিক্বত সম্মেলন 

0

দরবারে আলীয়া গারাংগিয়া ত্বরিক্বত সম্মেলন আগামী ২১ অক্টোবর মঙ্গলবার বাদে আসর হতে সারা রাত ব্যাপী দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে ২৭ সেপ্টম্বর শনিবার, লোহাগাড়া পদুয়াস্থ এন কে সেন্টারে তরিক্বত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ২১ অক্টোবর মঙ্গলবার বাদে আসর থেকে ২০২৫ ইং আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাহনুমায়ে শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলা (র.) এর  ৪৮তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে সারারাতব্যাপি ত্বরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। আর তা সফল করার লক্ষে ৫,অক্টোবর, রবিবার আমিরাবাদ রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এবং ১২ই অক্টোবর রবিবার চট্টগ্রাম মহানগর ও উত্তরের এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভার তারিখ ঘোষণা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদি, আলহাজ্ব আহমদ হোসেন চৌধুরী, শাহাজাদা মইনুদ্দিন মজিদি,মোজাফফর আহমদ মনির প্রমূখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.