G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

স্থানীয় সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা’

ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

0

আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার:
অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এই উদ্বোধনের মাধ্যমে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি এস. এম. মোরশেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ।

এতে স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আজিজ উল্লাহসহ প্রেস ক্লাবের সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ।

এতে বক্তারা বলেন, ফটিকছড়িতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও তরান্বিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। গণমানুষের অধিকার, সমস্যাবলি ও উন্নয়নধর্মী বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকরা আরও নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করবেন; এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী প্রেস ক্লাব কোনো এলাকার গণমাধ্যম ও জনস্বার্থের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করে।
শেষে কেক কেটে ক্লাবের নবযাত্রা উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ- সভাপতি মোঃ এমরান হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন,
সহ-সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান,
কোষাধ্যক্ষ মো. আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল,

পাঠাগার সম্পাদক মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, স্থায়ী সদস্য মো. রফিকুল আলম চৌধুরী, স্থায়ী সদস্য মো. কাউসার সিকদার, স্থায়ী সদস্য মো. জোনায়েদ, অস্থায়ী সদস্য মো. ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী, সহযোগী সদস্য মোহাম্মদ তারেক ও মো. রায়হান প্রমুখ।
সি-তাজ২৪.কম/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.