G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাংলার রেনেসাঁর ৩৮ বছর পূর্তি উপলক্ষে গুণি সমাবেশ অনুষ্ঠিত।

0

ইতিহাসবিশারদ আলহাজ আজিজুল হক সম্পাদনা ও পরিচালনায় ‘ বাংলার রেনেসাঁ’ পত্রিকার ৩৮ বছর এবং সেবামুলক শিক্ষাউন্নয়ন সংস্থা ‘ লাব্বাইক মিশন ‘ এর ২৮ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ২২ নভেম্বর ২০২৫, কলিকাতা প্রেসক্লাবের সভাগৃহে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিষয়ক গুণীজন সম্মিলন অনুষ্ঠিত হয়।

হাফেজ আজিজুর রহমানের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলন শুরু হয়। উপস্থিত ছিলেন ৭৫ জন রাজ্যের গুণীজন।

সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষানুরাগী সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএ এস অফিসার লিয়াকত আলী, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব সৈয়দ নাসির উদ্দিন, কলিকাতা হাইকোর্টের ভাষান্তর বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, সাহিত্যিক ড. সা’আদুল ইসলাম ,

ইতিহাসবিদ ড. কুমারেশ চক্রবর্তী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. নার্গিস আহমেদ, অধ্যাপিকা সালেহা বেগম, রাষ্ট্রপতি পুরস্কৃত কবি ও সমাজসেবী এম. সাহাউদ্দিন পিয়াদা, রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, শিক্ষা রত্ন নুরনবী জমাদার, উপন্যাসিক মুসা আলি, সিরাজুল ইসলাম ঢালী,লাব্বাইক মিশনের প্রধান শিক্ষিকা আলহাজ শাবানা খাতুন ,

সমাজসেবী শেখ বাউজুল হোসেন, শিক্ষাবিদ আনোয়ার হোসাইন কাসেমী, নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবার । সভাপতিত্ব করেন সাহিত্যিক সেখ হাসান ইমাম।

সাহিত্য ও সমাজ সেবায় অবদানের জন্য ডক্টরেট সম্মানিত হন কৃষ্ণকলি বেরা। সংগীত পরিবেশন করেন উপাসনা ব্যানার্জি। এদিন আনুষ্ঠানিক প্রকাশ করা হয় বই আকারে বাংলার রেনেসাঁর ৩৮ তম বিশেষ সংখ্যা।

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.