আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা ও অস্ত্র প্রবেশের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না…
যাঁদের যাঁদের নির্বাচনী এলাকা আছে, সেখানে প্রশাসনের সবাইকে আমাদের আওতায় আনতে হবে। তারা আমাদের কথায় উঠবে–বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা দেবে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেওয়ার সময় দলের আমির শফিকুর রহমান মঞ্চে ছিলেন না।
সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, “প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলবেন। পুলিশও আপনার পেছনে পেছনে থাকবে—ওসি সাহেব প্রতিদিন সকালে আপনার কর্মসূচি জেনে নেবেন এবং প্রটোকল দেবেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “আমরা চাঁদাবাজিমুক্ত দেশ চাই। আমরা আগে চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই—অনেক দল এসব কথা বলতে গেলেই হাসি পায়, জনগণেরও হাসি পায়।
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন আল্লাহর সন্তুষ্টির জন্য জুলুম–নির্যাতন সহ্য করেছি। ক্ষমতার পরিবর্তনের পরও কারও ওপর জুলুম হতে দিইনি। দেশবাসীকে ধৈর্য ধরতে বলেছি, তারাও অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। প্রশাসন ভয় পেত, আমরা তাদের সাহস ও সহযোগিতা দিয়েছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন নেতারা। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ২৩টি আসনের মনোনীত প্রার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিতাজ২৪.কম/এস.টি