চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
পূর্বঘোষিত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর পরিবর্তে দলটি এখন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.ন.ম শামশুল ইসলামের দিকে ঝুঁকছে।
খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
কেন্দ্রীয় দায়িত্বশীলদের বরাতে জানা গেছে, দলীয় নীতিমালা ভঙ্গ এবং রাজনৈতিক শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগে শাহজাহান চৌধুরীকে মনোনয়ন থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়— “প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে–বসবে। আমাদের কথায় মামলা দেবে, গ্রেফতার করবে।
এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকসহ সাধারণ মানুষ দায়িত্বজ্ঞানহীন ও উত্তেজনাকর মন্তব্য হিসেবে দেখছেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি দলের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে।
জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, এ ধরনের বেফাঁস মন্তব্য আগামী জাতীয় নির্বাচনে দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংগঠনের আদর্শ, নীতি ও সুনাম রক্ষার্থে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বিকল্প হিসেবে সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামশুল ইসলামকে চট্টগ্রাম–১৫ আসনের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নেতৃত্ব পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। তবে কেন্দ্রীয় নেতারা মনে করছেন—সংগঠনের শৃঙ্খলা, ভাবমূর্তি এবং নির্বাচনী বাস্তবতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তই ছিল সবচেয়ে যুক্তিযুক্ত ও সময়োপযোগী।
সিতাজ২৪.কম/এসে.টি