সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এবারের ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’হিসেবে পুরস্কার পেলেন এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী। তিনি বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত আছেন।
আজ,২৬শে নভেম্বর (বুধবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু পিপিএম বার-এর হাত থেকে তিনি এই স্বীকৃতি ও পুরস্কার গ্রহণ করেন।
সাফল্যের স্বীকৃতি মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীকে এই সম্মানে ভূষিত করা হয়। তার এই পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশের সহকর্মীদের পাশাপাশি সাতকানিয়ার সাধারণ জনগণও সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন,আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি। এই অর্জনের পেছনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় স্যার, সাতকানিয়া থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার, ওসি স্যার এবং ওসি (তদন্ত) স্যারসহ এই জনপদের সকল মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারের জন্য মনোনীত করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
জনগণের আস্থা ও পরিচিতি
সাতকানিয়ার একাধিক সচেতন মহল এই প্রতিবেদককে জানান, এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী একজন ভদ্র এবং মানবিক মানুষ। তিনি সবার সাথে মিলেমিশে আইনসম্মত কাজ করতে বদ্ধপরিকর।
অঞ্চলে তিনি মাদক কারবারী, চুরি-ছিনতাইকারী এবং চাঁদাবাজদের যম হিসেবেই বেশি পরিচিত। এই পুরস্কার প্রসঙ্গে স্থানীয়রা মনে করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঠিক নির্বাচিত তালিকার একজন হিসেবে আজকের এই স্বীকৃতি সম্পূর্ণ যথার্থ।
সিতাজ২৪.কম/এস.টি