স্টাফ করেসপন্ডেন্ট | চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় এক কর্মী সম্মেলনে নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইউনূস আমাকে গার্ডিয়ান বলেছেন—শাহজাহান চৌধুরী
১৫ নভেম্বর কাঞ্চনা ইউনিয়নের ওই অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে চট্টগ্রামের অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, চট্টগ্রামকে সেকেন্ড সিঙ্গাপুর করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।
প্রশাসনের স্পষ্ট প্রতিক্রিয়া
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ বিষয়ে বলেন,
এ ধরনের কোনো দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। দায়িত্ব দেওয়া হলে অফিস আদেশের মাধ্যমে জানানো হতো। আমরা কোনো নির্দেশনা পাইনি।
দলীয় ও রাজনৈতিক প্রতিক্রিয়া
জামায়াতের চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কোনো তথ্য নেই।
অন্যদিকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দাবিটিকে ‘অজানা’ ও ‘অযাচিত’ বলে মন্তব্য করেন।
আগের বক্তব্যও আলোচনার কেন্দ্র
এর কয়েক দিন আগে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আরেক সমাবেশে প্রশাসনকে নির্বাচনী প্রতীকের পক্ষে কাজ করতে হবে —এমন বক্তব্য দিয়েও আলোচনায় আসেন শাহজাহান চৌধুরী। ওই বক্তব্য প্রকাশের পর সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
সিতাজ২৪.কম/এসে.টি