G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে নার্সেস ৮ দফা দাবীতে অ্যাসোসিয়েশনের প্রতীকী শাট-ডাউন

0

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮;দফা দাবীতে প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

রবিবার (৩০ নভেম্বর)সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২৫০ শয্যা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে শাট-ডাউন কর্মসূচি পালন করেন কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি এবং সেবক-সেবিকারা।

শাট-ডাউন কর্মসূচিতে নার্সরা বলেন, দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রিজিয়া বেগম, রত্না চক্রবর্তী, জোসনা আক্তার, ডেজি মহাজন, কামরুন নাহার, রুবি চৌধুরী রুবি চৌধুরী, নাসরিন আক্তার, লিপিকা চৌধুরী, মুক্তা আচার্য্য, মেনকা দে, বিউটি বড়ুয়া, শামিমা রহমান, সুমনা রানী, মাঞ্জুর আক্তার, অপু দত্ত, সৃষ্টি বিশ্বাস, হোসনে আরা বেগম, শরিফাতুর নূর উর্মি, রোজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমি, সুমিতা সাহা, আখতার জাহান, মেঘলা রায় প্রমুখ।

উল্লেখ্য,আন্দোলনকারী নার্সদের অন্যান্য দাবিগুলো হলো— অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করা, নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি এবং সুপার নিউমারারি পদোন্নতি চালু করা, নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করা, ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান দেওয়া,সব গ্রাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা,বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন করা এবং অপ্রশিক্ষিত–নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান করা ও বিগত সরকারের চাপিয়ে দেওয়া ইউনিফর্ম পরিবর্তন করা শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাতে পর্যাপ্ত নার্স–মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়া।

সিতাজ২৪.কম/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.