আগামী ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, বাদে মাগরিব আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলটি দরবারে আলীয়া গারাংগিয়ার পীর, শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা মাহমদুল হক মজিদী (মা.জি.আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এ সময় বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ। মাহফিলে উপস্থিত থেকে আত্মশুদ্ধি, তরিক্বতের শিক্ষা ও আল্লাহর জিকিরে অংশগ্রহণের জন্য কমপ্লেক্সের সম্মানিত পরিচালক
শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত, অনুরক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সিতাজ২৪.কম/এস.টি