G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম লোহাগাড়ার সন্তান ড. মোহাম্মদ ঈসা রুহুল্লাহ’র ইউনিভার্সিটি অফ মালায়া-তে শিক্ষক হিসেবে যোগদান

0

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের মাওলানা বাড়ির কৃতিসন্তান ড. মোহাম্মদ ঈসা রুহুল্লাহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ ৫৮–তে অবস্থানকারী মালয়েশিয়ার প্রাচীন ও খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ মালায়া (University of Malaya)–এর একাডেমি অফ ইসলামিক স্টাডিজ–এর অধীন ডিপার্টমেন্ট অফ শরীয়া, ইকোনমিক্স অ্যান্ড গভর্নেন্স–এ শিক্ষক পদে যোগদান করেছেন।

তিনি মরহুম আল্লামা মুহাম্মদ ফৌজুল কবির (রহ.)–এর সুযোগ্য সন্তান। ড. মোহাম্মদ ঈসা রুহুল্লাহ’র এই আন্তর্জাতিক পর্যায়ের অর্জন তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, অধ্যবসায়, গবেষণামুখী চিন্তাধারা এবং জ্ঞানচর্চার প্রতি গভীর অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষা ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গসহ এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।

এ উপলক্ষে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আল্লাহ তা‘আলার দরবারে দোয়া—তিনি যেন শিক্ষা, গবেষণা ও জ্ঞান-বিস্তারের ক্ষেত্রে আরও অগ্রসর হওয়ার তাওফীক লাভ করেন; তাঁর ইলম ও আমলের মাধ্যমে উম্মাহ, সমাজ ও সমগ্র মানবতার কল্যাণ সাধিত হয়।

আল্লাহ তা‘আলা যেন তাঁর কর্মজীবনে বরকত দান করেন, নেক নিয়ত কবুল করেন এবং দ্বীন, জ্ঞান ও মানবতার সেবায় তাঁকে অবিচল ও সফল রাখেন—আমিন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ ঈসা রুহুল্লাহ এবং তাঁর পরিবার তাঁর ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণামূলক পথচলায় সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেছেন।

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.