মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
গারাংগিয়া দরবার শরীফ এর তত্ত্বাবধানে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও ইসলামী যুব কাফেলা এবং সমস্ত ভক্ত, মুহিব্বিন, আশেকীনে ত্বরিকত এর যৌথ উদ্যোগে ৮ম বার্ষিক ত্বরিকত সম্মেলন গত ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার বাদে যোহর হতে বাঁশখালী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার বাঁশখালী শাখার সভাপতি হযরত মাওলানা শাহ সূফি মীর আহমদ, শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হযরত শাহজাদা মাওলানা মুহিউদ্দীন মজিদী, শাহ্ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার সাধরন সম্পাদক ও ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন, শিক্ষা সম্পাদক শাহ সূফী মাওলানা মীর মোহাম্মদ মহসিন সভাপতিত্বে বাদে মাগরিব ফাতেহা শরিফ পাঠ করেন গারাংগিয়া কামিল এমএ মাদরাসা ও হেফজখানার পরিচালক খলিফায়ে গারাংগিয়া শাহসুফী মাওলানা ক্বারী আবদুল মাবুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী পীর সাহেব কেবলা গারাংগিয়া (ম.জি.আ.)। আলোচনা করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা হাফেজ শাহে আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ড. এনামুল হক, চট্টগ্রাম সরকারি মুুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা হযরত শিব্বির আহমদ ওসমানী, বাঁশখালী হামিদিয়া রহিমা ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শাহ সূফি আহমদ নজির, বাঁশখালী হোসাইনিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল জব্বার। মাওলানা আবু নোমান এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুর রহমান, জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হামেদ, শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমদ হোছাইন চৌধুরী, আলহাজ্ব ডাঃ ফররুখ আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল তাজ, নুরুল আবছার, মোহাম্মদ হাফেজ ওমর ফারুক, আব্দুল হালিম, হাফেজ ক্বারী মাওলানা কবির আহমদ প্রমূখ। বক্তারা বলেন, গারাংগিয়ার ত্বরিকা হচ্ছে শিরক ও বেদাতমুক্ত দরবার।