রামু কলঘর-চাকমারকুলের মাদক সম্রাট জসিম বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬৬ হাজার টাকাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার।।
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজারের রামু কলঘর-চাকমারকুলের মাদক সম্রাট জসিমকে ৫ হাজার ৪শ ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ লাখ ৬৬ হাজার নগদ টাকাসহ জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ (০৭ জুন) সোমবার সকাল ৬.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন খরুলিয়া এলাকায় ওসি,ডিবি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি চৌকস টীম দক্ষিন চাকমারকুল,১ নং ওয়ার্ড, আলী হোসেন সিকদার পাড়া,রামু,কক্সবাজার এর বসতঘরে অভিযান চালিয়ে পাঁচ হাজার চারশত ষাট পিচ ইয়াবা,একটি স্মার্ট ফোন ও ইয়াবা বিক্রির নগদ ৫,৬৬,৬০০/( পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকাসহ ওই এলাকার মৃত কবির আহাম্মদের পুত্র মাদক সম্রাট জসিম উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত আসামির নামে খুন,নারী নির্যাতন,মারামারি, মাদক মামলা সহ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে সে বলে ডিবি সূত্রে প্রকাশ ।
সি-তাজ. কম