প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী: বোয়ালখালীর গোমদন্ডী গ্রামের গাঙ্গুলী পরিবারের বড় মেয়ে গোলাপি কানুনগোপাড়ার সন্জিত চক্রবর্ত্তীর সঙ্গে পারিবারিক বিবাহ বন্ধনে মধ্যমে হিন্দু শাস্ত্রীয় মতে গোত্রান্তর হয়ে
কানুনগোপাড়ার বধু হলেন।তার সংসারে দুই,মেয়ে।রুমা,ও ঝুমা। স্বামী সন্জিত চক্রবর্ত্তী দীর্ঘ দিন ফৌজদার হাট সুতার মিলে নিয়মিত অফিসার ছিলেন। ৫/৬ বৎসর আগে সুতার মিল বন্ধ হওয়ার কারনে পরিবারটি দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করে কোন রকম দিন পার করতো।
সন্জিত চক্রবর্ত্তীর প্যারালাইসিস হওয়ার কারনে স্বামীর দেখা শুনার দায়ীত্ব ছিল গোলাপীর উপর। তাদের ছেলে না থাকার কারনে জীবনটা অনেক কষ্টের মনে হত।গত ১৫ দিন আগে অসুস্হ স্বামীর সেবা করতে গিয়ে মাটিতে পরে যায় গোলাপি।দ্রুত সুস্থতার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসা থাকা অবস্থায় আজ বিকেল ৩.৩০ মিনিটের না ফেরার দেশে চলে যায়।আমরা শোকাহত।তাঁর আত্নার ৃশান্তি কামনা করছি।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সি-তাজ২৪.কম/এস.টি