মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনা মহামারির প্রথম-দ্বিতীয় ধাক্কার মত তৃতীয় ধাক্কার এই দুঃসময়েও জীবন-জীবিকা নির্বাহের জন্য আবারও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ ও অসচ্চল মুক্তিযোদ্ধা সহ বাঁশখালী পৌরসভায় মানুষের মাঝে রবিবার (৪ জুলাই) সকালে ২ শত পরিবারের মাঝে ১ হাজার টাকা ও কোডের পূর্বে ৪ শত পরিবারের মাঝে ৫ শত টাকা করে বিতরন করা হয়েছে ।
বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা সেলিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আবু ছালেক,কাউন্সিলর দীলিপ চক্রবর্তী, তপন বড়ুয়া, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, কাউন্সিলর নজরুল কবীর সিকদার,আব্দুর রহমান, বাবলা কুমার দাশ, মহিলা কাউন্সিলর রুজিনা আক্তার, নারগিস আক্তার পৌর হিসাব রক্ষক ছোটন চৌধুরী, উচ্চমান সহকারী আব্দুল মান্নান সহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্ধ উপস্থিত ছিলেন।