গত ৭ আগস্ট শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম শপিং কমপ্লেক্স চত্বরে কোভিড-১৯-এর অভিঘাতে কর্মহীন হয়ে পড়া কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মাঈনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল আনসারী, সহ-সভাপতি আবুল কাসেম, অর্থ সম্পাদক সাইফ উদ্দীন মো. তারেক, প্রচার সম্পাদক সাইফুল রহমান দুলাল, গ্রাহকসেবা সম্পাদক নূর শফিক, সদস্য দোলন দে, সদস্য মোহাম্মদ শাহ আলম, কর্মচারী সমিতির সভাপতি আফসার উদ্দিন আফসার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোর্শেদ উদ্দীন আহম্মেদ চৌধুরী।
সি-তাজ২৪.কম/এস.টি