G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হল অপর মুমিনের প্রতি মহব্বত করা

চুনতীর ৫১তম ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের ৮ম দিনের আলোচনায় বক্তারা

0

 

চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৫ অক্টোবর সোমবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৮ম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ দিন আলোচনায় মুমিন বান্দাগণের গুণাবলীর বিবরণ নিয়ে বিশদ আলোচনা করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রবিউল হাসান। এ সময় তিনি বলেন, মুমিনকে মহব্বত ও দয়ার প্রতীক বলা হয়। নিশ্চয়ই সৎকর্মশীল মুমিনদের অন্তরে দয়াময় আল্লাহ মহব্বত পয়দা করে দেন। মুমিন ব্যক্তি তার ঈমানকে এমনভাবে দৃঢ় করে যে সে কাউকে ভালবাসল তো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করল তো আল্লাহর জন্য, কাউকে কোন কিছু দিল তো আল্লাহর জন্য আর কাউকে কোন কিছু দেয়া হতে বিরত থাকল তো তাও কেবল আল্লাহর জন্য।
বাদ মাগরিবের আলোচনায় অংশ নেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী ও ফটিকছড়ি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মুফতি মাওলানা এরশাদুল্লাহ। তাঁরা বলেন, এক‬ মুসলমান অপর মুসলমানের সাথে দেখা-সাক্ষাত হওয়া মাত্রই আগে সালাম দিতে হবে। সালাম দেয়ার ব্যাপারে চেনা-অচেনার মাঝে কোন পার্থক্য করবে না। যানবাহনে আরোহী ব্যক্তি হেঁটে চলা লোকদেরকে, চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম করবে। কয়েকজনের‬ মধ্যে একজনে সালাম দিলেই সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। তেমনি অনেকের মধ্যে একজন জওয়াব দিলে সকলের পক্ষ থেকে উত্তর দেয়া হয়ে যাবে। যিনি আগে সালাম দিবেন তিনি অহঙ্কার থেকে মুক্ত থাকবেন। আসুন সালামের গুরুত্ব আনুধাবন করে আমল করার চেষ্টা করি।
অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আলী ও মুহাম্মদ শহিদুল ইসলাম মিছবাহ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন আমিমুল ইহসান রাফী, মবরুর হোছাইন ছিদ্দিকী। ছদরে মাহফিল ছিলেন আলহাজ্ব মাওলানা ফোরকানুল্লাহ। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আলহাজ্ব অলি উদ্দিন, মাহবুবুল হক, জাহেদুল হক প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.