G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

রোহিঙ্গা সমস্যায় সবাই সমবেদনা জানায়, সমাধান দিতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

0

 

রোহিঙ্গা সমস্যা বিষয়ে আলোচনা হলে সবাই বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করে, তবে কেউ সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

রাজধানীতে সোমবার থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এ কে আব্দুল মোমেন।

সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ আলোচনা করবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা বিষয়টি আমরা সব জায়গায় সুযোগ পেলে তুলে ধরি।

সব দেশ আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যতের একমাত্র উপায়, তাদের স্বদেশে ফেরত যাওয়া। কিন্তু সবাই সমবেদনা প্রকাশ করে। সমাধান দিতে পারে না। কারণ, এ সমস্যা মিয়ানমারের তৈরি। এর সমাধানও মিয়ানমারের হাতে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) অ্যাডমিরাল (অব.) মু. খোরশেদ আলম বলেন, আইওরায় যোগ দেওয়ার সব যোগ্যতা থাকলেও, রোহিঙ্গাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করায় মিয়ানমারকে ওই জোটের সদস্যপদ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, মিয়ানমার সব শর্ত পূরণ করে আইওরার সদস্যপদের আবেদন করেছিল। কিন্তু ওদের আবেদনের বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.