চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দেশের বিশিষ্ট কবি,সাংবাদিক,সাহিত্যিক,
বুদ্ধিজীবী অরুণ দাশগুপ্তের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গত ১ আগষ্ট সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন চবি শিক্ষক অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সংগঠক আশীষ সেন।। বিশেষ আলোচক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, রাজনীতিবিদ খোরশেদ আলম,সাংবাদিক লায়ন সুজিত কুমার দাশ,রাজনীতিবিদ মিঠুল দাশগুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর সংগঠক মোরশেদ আলম, কবি প্রকৌশলী সঞ্জয় কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, প্রণব রাজ বড়ুয়া,আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, শাহীন ফেরদৌসী,শবনম ফেরদৌসী,কবি সজল দাশ,সংগঠক মোঃ আলী,ফয়েজুল আলম প্রিন্স সৈয়দা শাহানা আরা বেগম, সোহেল তাজ,মনজুর আলম,সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সুমন বড়ুয়া,কানুরাম দে,নিলয় দে প্রমুখ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন চট্টগ্রামের শিল্প সাহিত্য সংস্কৃতির বাতিঘর,প্রগতিশীল চেতনার শুদ্ধাত্মা,সৃজন-মননে প্রাগ্রসর,বাংলার ইতিহাস- ঐতিহ্য -কৃষ্টি’র উদ্গাতা পুরুষ অরুণ দাশগুপ্ত। লেখক সৃষ্টির অন্যতম কারিগর বরেণ্য এই সাহিত্যিক।রবীন্দ্র গবেষক অরুণ দাশগুপ্ত আমৃত্যু সচেষ্ট ছিলেন আলোকিত জনগোষ্ঠী তৈরীতে।করা বলা চলা ছিল পরিশুদ্ধ পরিশীলিত। যার আবেশে আবেশিত হয়ে অনেকে খুঁজে পেয়েছেন জীবনের প্রকৃত অর্থ।
সি-তাজ২৪.কম/এস.টি