G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) স্মরণে সেমিনার অনুষ্ঠিত

0

চট্টগ্রাম তথা বাংলাদেশের গৌরব, বিশ্ববরেন্য আলেমেদ্বীন, মুসলমান ইতিহাসে কালজয়ী মনীষী, বাংলাদেশের সুন্নীয়ত প্রতিষ্ঠায় অগ্রগামী মহাপুরুষ, শেখুল ইসলাম, শায়খুল হাদীস, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) এর তৃতীয় ওফাত বার্ষিকী উপলক্ষে ৩ জুন ২০২৩ সকালে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির আয়োজনে ও পাঠআবর্ত এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইতিহাসবেত্তা ও সমিতির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন এর সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, সমিতির মহাসচিব মাস্টার আবুল হোসাইন সেমিনারের উদ্ভোধন করেন। শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) এর জীবন কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন লেখক গবেষক হানিফ মান্নান কাদেরী। সম্মানিত অতিথি ও আলোচনায় অংশ গ্রহণ করেন, পীরে তরিকত গোলামুর রহমান আশরাফ শাহ, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার হাদিস বিভাগের প্রধান অধ্যাপক মাওলানা হামেদ রেজা নঈমী, জাতীয় দরগাহ মাজার শরীফ সংরক্ষণ কমিটির সভাপতি গাজী মাওলানা রেজাউল করিম তালুকদার, বিশিষ্ট বুদ্ধিজীবী সাহেদ লতিফ, মাওলানা শফিউল বশর নঈমী, মহিবুল্লাহ তারিফ, আদনান, আখিল, হাসান, মাহমুদ, জোনায়েদ আবদুর রহমান, মোহাম্মদ হানিফ, প্রমুখ। সেমিনারে বক্তারা বলেছেন, জগৎবিখ্যাত দার্শনিক মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) ছিলেন আশেকে রাসুল। তিনি তাঁর জীবন ও কর্ম পবিত্র কোরান ও হাদিস ছাড়া ভিন্ন পথে অতিবাহিত করেন নি। সুন্নীয়তের প্রচার প্রসারে শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) কালজয়ী ভুমিকা রেখেছেন। রাসুলে (সা:) এর সুন্নীত ও রাসুলের দেখানো পথে সারা জীবন তিনি মানুষকে আহবান করেছেন। বাংলার ও বার আউলিয়ার চট্টগ্রামকে শেরে মিল্লাত মদিনাতুল আউলিয়া চাটগাম শরীফ হিসেবে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছেন। সেমিনারে এই মহান মুসলমান কালজয়ী দার্শনিক শেখুল ইসলাম, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রাহ:) এর নামে চট্টগ্রাম শহরের একটি স্মরণী বা সড়ক অথবা চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক মুসলিম হলের একটি মিলনায়তনের নামকরনের জন্য দাবী জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.