গ্লোবাল ফোরামের চেয়ারম্যান ও আল রাওয়া ইংলিশ স্কুলের প্রধান উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গ্লোবাল ফোরামের ব্যাবস্থাপনা পরিচালক ও আল রাওয়া ইংলিশ স্কুলের চীফ এডভাইজার প্রফেসর আব্দুল হালিম চৌধুরী’র সভাপতিত্বে ফোরমের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এই সময় আর উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল্লাহ খান, ড. মনিরুল হাসান চৌধুরী, ডা. মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নুরুল আবছার, মঈনদ্দিন কাদের লাভলু, আলতাফ হোসেন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আনোওয়ারুদ্দিনসহ গ্লোবাল ফোরাম ও আল রাওয়া ইংলিশ স্কুলের ডিরেক্টরগণ ক্রেস্ট প্রদান ও অভিনন্দন জ্ঞাপন করেন।
সি-তাজ২৪.কম/এস.টি