চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসায় গত ২৮ মে, মঙ্গলবার নতুন রেকটর হিসেবে যোগদান করেছেন মাওলানা আবদুল মান্নান।
তিনি রানীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের এক সভায় মাওলানা আবদুল মান্নানকে রেকটর হিসেবে বরণ করে নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের। এ সময় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা মঈনুল ইসলাম,
মাওলানা মো. ইবরাহিম, সুপারেনটেন্ট মাওলানা তাজুল ইসলাম, মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পরিচালনা পরিষদের সদস্যরা। সভায় মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করা হয়।