রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধাদের নাম আসায় সমালোচনার মুখে ওই তালিকা স্থগিত করেছে বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব এস এম আরিফ- উর রহমানের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সচিব বলেন, রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে।
কবে প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, তারিখ এখনও নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে রবিবার ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যেখানে অনেক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার
ctaj24.com/st