ভারতের পাঞ্জাবে মুজাদ্দেদে আলফেসানীর মাজার কমপ্লেক্সের শেখ ও রামপুর দরবারের সাজ্জাদানশীন শাহ্ আতিক উল্লাহ খান চট্টগ্রামে শুভাগামন করেন। এ উপলক্ষে২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর এক হলে সংবর্ধনার আয়োজন করা হয়।

শাহ মজিদিয়া-রশিদিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুল ইসলাম, মুজাদ্দেদীয়া তরিকার গুরুত্বের উপর বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী, নুর মুহাম্মদ চেয়ারম্যান, আমান উদ্দিন খান আবদুল্লাহ, আলহাজ্ব আলমগীর আলম, এডভোকেট মুহাম্মদ ইলিয়াস, এমদাদ উল্লাহ, শাহজাদা কায়সার মির্জা, প্রফেসর ইসমাইল মুজাদ্দেদী, ছৈয়দ মাওলানা মহিব উল্লাহ, আলহাজ্ব মাহবুবুর রহমান, আলহাজ্ব শেখ আহমদ, আলহাজ্ব মুহাম্মদ নেয়ামত উল্লাহ খান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সেলিম, আলহাজ্ব নুরুন্নবী, আলহাজ্ব ইসকান্দর মির্জা।
আলোচকগণ নক্শবন্দিয়া, মুজাদ্দেদীয়া তরিকার নীরবে আল্লাহ পাকের এবাদত বন্দেগীতে মশগুল থাকা তথা মোরাকাবা, যিকির, মানবের কল্যাণে কাজ করা, সৎপথে থাকা ইত্যাদি বিষয় উলেখ করেন।
মাহফিলে অংশগ্রহণ করেন ডা. আবু বক্কর ছিদ্দিক, মুহাম্মদ আবু ওসমান চৌধুরী, আবুল মনসুর, ইউসুফ খান বাদল, আবু জাফর চৌধুরী, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, রেজাউল করিম, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, হুমায়ুন কাদের খান খসরু প্রমুখ।
মাহফিলের প্রধান আকর্ষণ শাহ আতিক উল্লাহ খান সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন।
এস তা, এস টি