G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

প্রতিপক্ষের লোকজন বিএনপির প্রচারণায় হামলা চলাচ্ছে : তাবিথ

0

 

ঢাকা প্রতিনিদি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করে বলেছেন, প্রতিপক্ষের লোকজন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, প্রতিপ‌ক্ষের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করেছে। ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা প্রচারকাজ চালাতে পার‌ছি না। আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আমিন নামে আমাদের এক কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানাবো।

রোববার ‌(১২ জানুয়ারি) বেলা ১১টায় মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের মতো প্রচারণা শুরু করে তিনি এসব কথা বলেন।

তা‌বিথ আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করেছি। এই জায়গাগুলোতে আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ করবো। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর দুর্নীতিতে ভরে গেছে। মেয়র নির্বাচিত হলে সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চাই।

তাবিথ বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতিটি স্তরে ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করার কথাও জানিয়েছেন বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।

ctaj24.com/st

Leave A Reply

Your email address will not be published.