G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মেয়ের পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছিনতাই করলো বাবা

0

 

ভ্রাম্যমাণ আদালতে একমাসের জেল
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে নুর নাহার (ছদ্মনাম) নামের একছাত্রী। কাল সোমবার (৩ ফেব্রয়ারি) শুরু হচ্ছে পরীক্ষা। কিন্তু মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুক সেটা চান না স্বয়ং ওই শিক্ষার্থীর বাবা। তাই মেয়ের পরীক্ষায় অংশগ্রহণ ঠেকাতে পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ছিনতাই করেছেন আব্দুল জলিল (৪৫) (বাবা) নামের এই ব্যক্তি।

এই অভিযোগে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা। পাশাপাশি ওই পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থাও নেন ইউএনও।

সাজাপ্রাপ্ত আব্দুল জলিল জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি গ্রামের মৃত সোলতান আহম্মদের ছেলে। জলিল পেশায় দিনমজুর।

ওই ছাত্রীর মা খতিজা বেগম (৩৫) জানান, পারিবারিক অশান্তির কারণে আব্দুল জলিলকে তিনি পাঁচ বছর আগে তালাক দেন। তাদের রয়েছে তিন ছেলে আর দুই মেয়ে। এর মধ্যে এক ছেলে এক মেয়ে বাবার ঘরে আর বাকি তিন সন্তান তার সঙ্গে মামার বাড়িতে থাকে।’

তিনি জানান, তালাক দেয়ার পরেও জলিল তাকে নানাভাবে উত্যক্ত এবং হুমকি দিয়ে আসছিল।

এ পরিস্থিতিতে শুক্রবার রাতে জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট বাজার থেকে কেনাকাটা ও প্রয়োজনীয় কাজ সেরে ঘরে ফেরার পথে ছুরি দেখিয়ে মেয়ের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, জামাকাপড়, বিকাশ এজেন্ট থেকে উত্তোলন করা ২০ হাজার টাকা, মোবাইল ফোন সেট সহ সবকিছু ছিনিয়ে নেয় জলিল।

পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হলে তার হস্তক্ষেপে কাপড়-চোপড় ফেরত দিলেও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডসহ অন্যান্য জিনিসপত্র ফেরত দেননি তিনি। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও ইউএনও মহোদয়কে অবহিত করা হলে তারা দ্রুত ব্যবস্থা নেন।

প্রধান শিক্ষক বলেন, ‘ডিভোর্স হয়ে যাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে জলিল এ ঘটনা ঘটিয়েছে। সে চায় না তার সন্তানেরা শিক্ষিত হউক।‘

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা জানান, একজন শিক্ষার্থী সারা বছর প্রস্তুতি নেয়ার পর পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি খুবই স্পর্শকাতর। সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। একই কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। এ ধরনের অপরাধ যাতে কেউ না করে সেজন্যই জলিলকে এক মাসের সাজা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ওই ছাত্রী মানসিক চাপে যেন না ভুগে সেজন্য তাকে আশ্বস্ত করা হয়েছে।’

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.