দারুসসালাম স্কুল অব উইসডমের উদ্যোগে আদর্শ নাগরিক গঠনে ইসলামী শিার গুরুত্ব শীর্ষক ১ম বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৮ ফেব্রুয়ারি ২০২০ জুমাবার সাতকানিয়া সরকারি হাসপাতালের সম্মুখস্থ রেশমী গার্ডেনের পার্শ্ববতী মাঠে অনুষ্ঠিত হবে। মুহাম্মদ জাকারিয়াহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধরী (এলএলবি)। আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য উপস্থিত থাকবেন ঢাকার নাজিরাবাজার মাদরাসাতুল হাদীসের অধ্যাপক শাইখ শহীদুল্লাহ খান মাদানী, খুলশী জামে মসজিদের খতিব শাইখ আব্দুল্লাহ আল মামুন সালাফী, চট্টগ্রাম মাদরাসা খাইরুল উম্মাহর অধ্যাপক শাইখ ওয়াহিদুল ইসলাম মাদানী, চট্টগ্রাম মাদরাসা খাইরুল উম্মাহর সিনিয়র শিক্ষক শাইখ রাকিবুল হাসান, মোস্তফা পেপার মিল জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান আরমান, সাতকানিয়া দারুল উলুম আলীয়া এম.ইউ কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান সোহেল, সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজুর রহমান মানিক, এডভোকেট মাহবুবল হক। মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে।