ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের শহিদুল আজম চেয়ারম্যান বাড়ীর আবুল বশরের ৩য় পুত্র মোঃ ইউনুচ (৩৫) গত ১ মার্চ রবিবার নয়াহাট বাজারে থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করেও না পেয়ে ২ মার্চ সোমবার তার স্ত্রী জনি আক্তার ফটিকছড়ি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। নিখোঁজ ইউনুচের স্ত্রী বলেন, ১মার্চ সন্ধ্যায় রান্নার গ্যাস শেষ হয়ে গেলে তিনি লুঙ্গি পড়ে আজিমপুর বাজার থেকে গ্যাস নেওয়ার কথা বলে বের হন। পরে রাত্রে আসতে দেরি করায় এবং তাহার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আমিসহ বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকি পরে তার
খোঁজ না পেয়ে ফটিকছড়ি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করি। ফটিকছড়ি থানায় ইউনুচ নিখোঁজ বিষয়ে জানতে চাইলে তদন্ত অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, ইউনুচ নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গতকাল জানতে পারি, আমরা এখনো পর্যন্ত তার কোন খোঁজ পায়নি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যদি কোন ব্যক্তি থাকে দেখেন থাকেন এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।
মোবাইল: ০১৮১৯-৭২৬২৫৬