আগামীকাল ৮মার্চ ২০২০ইং রবিবার বাদে মাগরিব হতে শাহ্ মজিদিয়া ইসলামী কমপেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপেক্সের মাসিক ত্বরিকত বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কমপেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি হযরত আলহাজ্ব মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী, পীর সাহেব কেবলা গারাঙ্গিয়া। এতে আরো উপস্থিত থাকবেন সিলসিলায়ে গারাঙ্গিয়ার পীর মাশায়েকগণ। উক্ত কমপেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি