G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

নির্বাচনের দিন দ্রুত ফলাফল পেতে শাহাদাতের আহ্বান

0

 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোটের ফলাফল যাতে দ্রুত প্রকাশ করা হয় তার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১১ মার্চ) সকালে নগরের বহদ্দারহাট হক মার্কেট চত্বরে ৪ নম্বর ওয়ার্ডের গণসংযোগ শুরুর আগে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নেমেছি। নির্বাচিত হলে চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলবো। ভোটযুদ্ধে জয়ী হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

তিনি বলেন, ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে ইসির প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা-কর্মীদেরকে ভোটের মাঠে হয়রানি করলে আমরা বসে থাকবো না। ভোট ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সরকার দিনের ভোট রাতে নেওয়ার কারণে মানুষ ভোট কেন্দ্রমুখী হচ্ছে না। আসুন চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সেনাবাহিনীর অফিসার ত্রুটি দেখার জন্য দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে যেন আওয়ামী সন্ত্রাসীরা বুথে গিয়ে ভোট দিতে না পারে। ভোটের দিন ভোটাররা যেনো ভয় ছাড়া কেন্দ্রে আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে ইসিকে। আওয়ামী সন্ত্রাসীরা যেন ভোটারদের হুমকি-ধমকি দিতে না পারে সেজন্য কেন্দ্রের বাইরে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী ইসকান্দর মির্জা, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনাজ হায়দার মিনু,জিন্নাতুন নেছা জিনিয়া প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.