সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে করোনায় সৃষ্ট দূর্যোগে উপহার সামগ্রী পৌছে দিলেন শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর পক্ষ থেকে
গত ২০,২১ ও ২২ এপ্রিল উপজেলার এওচিয়া ইউনিয়নের সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন, অসচ্ছল ও দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে স্মৃতি সংসদ এর সদস্যগনের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
করোনায় সৃষ্ট দূর্যোগে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এর সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মাহমদুল হক চৌধুরী ,
জানা যায়, গোপনে উপজেলার বিভিন্ন ওয়াডের দরিদ্র জনগোষ্টির তালিকা প্রস্তুত করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন। আগামীতেও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে বিশ্বস্ত সুত্রে জানা যায়।
সি-তাজ২৪.কম/এস.টি